শাহরাস্তিতে বোগদাদ বাস খালে পড়ে ২ জনের মৃত্যু
প্রকাশ: ২০২১-০২-০৯ ০৪:৪৫:৩৫ 139 Views

Spread the love
প্রান কৃষ্ণ দাসঃ চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজার সংলগ্ন শিবপুর রাস্তার মাথায় সকাল ১১ টায় নিয়ন্ত্রণ হারিয়ে বোগদাদ বাস উল্টে খালে পড়েছে। এতে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে ২৫/২৬ জন। বাসটি কুমিল্লা থেকে ছেড়ে এসে চাঁদপুরমুখী ছিলো।
বিষয়টি নিশ্চিত করেন শাহরাস্তির ইউএনও শিরীন আক্তার। তিনি জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। উদ্ধার তৎপরতায় ফায়ার সার্ভিস, থানা পুলিশ ও সেচ্ছাসেবীগণ কাজ করছে।
এদিকে মৃত্যুর হার আরো বাড়তে পারে বলে খবর রয়েছে।
স্থানীয়রা জানান, ওভার টেকিং করতে গিয়ে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছি। নিহত দুজন হচ্ছেন শাহরাস্তি পৌরসভার ৪নং ওয়ার্ডের নাওড়ার ডা. প্রভাংশু বিমল দাস সুমনের মা বীবা রানী দাস এবং ২য় জন ডা. সুজন দাসের শাশুড়ি গিতা রানি ভৌমিক।
এ ব্যপারে শাহরাস্তি থানার ওসি আবদুল মান্নান জানান,মৃত ২ জন মহিলা। তাদের বাসা নাওরা এালাকায় বলে খবর পাচ্ছি। আমরা আহতদের চিকিৎসা দেবার ব্যবস্থা করছি। মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছি।
©2016 CHANNEL KORNOFULI (PVT) LTD (Reg no : 12384)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে আবেদিত।
Developed by CHOST