ভারতে হিমবাহ ধসে ১৪ জনের মৃতদেহ উদ্ধার
প্রকাশ: ২০২১-০২-০৮ ০৫:৩৯:৫৯ 103 Views

আর্ন্তজাতিক ডেস্ক: ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলায় তুষারধসে এখন পর্যন্ত ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া, ১৭০ জন শ্রমিক এখনো নিখোঁজ রয়েছেন।
রোববার সকালে জোশী মঠের কাছে তুষারধসে ধোলিগঙ্গা নদীতে তীব্র জলোচ্ছ্বাস দেখা দেয়, তলিয়ে যায় অনেক গ্রাম। এমনকি, সেখানকার কয়েকটি সেতুও ভেঙে পড়ে। নিখোঁজ শ্রমিকরা তপোবন জলবিদ্যুৎ প্রকল্পে কাজ করছিলেন। এদের সকলেই মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে, তুষারঝড় ‘ডারসি’র কবলে বিপর্যস্ত নেদারল্যান্ডস। যুক্তরাজ্যেও ভারী তুষারপাতের পূর্বাভাস দেয়া হয়েছে। এছাড়া, যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলে প্রবল তুষারপাত অব্যাহত রয়েছে। নাগরিকদের জন্য জারি করা হয়েছে তুষারঝড়ের সতর্কতা।
©2016 CHANNEL KORNOFULI (PVT) LTD (Reg no : 12384)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে আবেদিত।
Developed by CHOST