টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
প্রকাশ: ২০২১-০১-২৫ ০৫:১৭:৫৯ 93 Views

কর্ণফুলী ডেস্ক: সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে উইন্ডিজের বিপক্ষে টসে হেরে শুরুতে ব্যাটিংয়ে বাংলাদেশ। হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়েই আজ মাঠে নেমেছে টাইগাররা।
সোমবার (২৫ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ১১টায়।
এরআগে চট্টলায় শনিবার (২৪ জানুয়ারি) সকালে অনুশীলন করেছেন সাকিব-তামিমরা।
স্ট্রেচিং-রানিংয়ের পর নিজেদের স্কিল ঝালিয়ে নিয়েছেন লাল-সবুজের ক্রিকেটাররা। দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে অনেকটা নির্ভার বাংলাদেশ। চট্টগ্রামের উইকেট মাথায় রেখে খেলানো হতে পারে বাড়তি একজন স্পিনার। সেক্ষেত্রে সুযোগ পেতে পারেন তাইজুল।
অনুশীলন করেছে উইন্ডিজ ক্রিকেটাররাও। সিরিজ হারলেও শেষ ম্যাচে হোয়াইটওয়াশ লজ্জা এড়াতে মরিয়া জেসন মোহাম্মদের দল। শেষ ম্যাচে জয় পেলে ওয়ার্ল্ড কাপ সুপার লিগ টেবিলে ৩০ পয়েন্ট নিয়ে ইংল্যান্ডকে টপকে ২ নম্বরে উঠে আসবে টাইগাররা।
ট্যাগ :
টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ©2016 CHANNEL KORNOFULI (PVT) LTD (Reg no : 12384)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে আবেদিত।
Developed by CHOST