চসিক নির্বাচনে জমজমাট শেষ মুহুর্তের প্রচারণা
প্রকাশ: ২০২১-০১-২৫ ০৫:১২:৫৭ 154 Views

কর্ণফুলী ডেস্ক: চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর পক্ষে প্রচারণায় নেমেছে সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশাজীবি সংগঠন। শুধু স্থানীয় নেতৃবৃন্দ নয়, ভোটারদের মন জয়ের চেষ্টায় ব্যস্ত সময় কাটছে কেন্দ্রীয় নেতাদেরও। সাধারণ মানুষের কাছে তুলে ধরছেন সরকারের নানান উন্নয়নের কথা। ভোট চাইছেন নৌকার প্রার্থীর পক্ষে।
শেষ মুহুর্তের প্রচারণায় জমজমাট চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের মাঠ। ভোটারদের দুয়ারে দুয়ারে ছুটছেন প্রার্থীরা। আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর পক্ষে প্রচারণায় নেমেছেন সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশাজীবি সংগঠনসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। নগরীর বিভিন্ন ওয়ার্ড চষে বেড়াচ্ছেন তারা।
যাচ্ছেন সাধারণ ভোটারদের কাছে। তুলে ধরছেন বন্দর নগরীর উন্নয়নে এই সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা।
বসে নেই আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও। উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে চট্টগ্রামের ব্যবসায়ীসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের কাছে ভোট চাইছেন দলের দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া।
বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে এই সরকারের ঈর্ষণীয় উন্নয়ন কর্মকাণ্ডই নৌকার প্রার্থীকে জয়যুক্ত করবে এমন আশাবাদ নেতাদের।
ট্যাগ :
চসিক নির্বাচন©2016 CHANNEL KORNOFULI (PVT) LTD (Reg no : 12384)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে আবেদিত।
Developed by CHOST