কক্সবাজারে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা
প্রকাশ: ২০২১-০১-২০ ০৫:৫১:৪৫ 107 Views

কর্ণফুলী ডেস্ক: কক্সবাজারে জমি নিয়ে বিরোধের জেরে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। মঙ্গলবার (১৯ জানুয়ারি) মধ্যরাতে ইসলামাবাদের চরপাড়া রাবারড্যাম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রাবারড্যাম এলাকায় আজিজুল হকের স্ত্রী রাশেদা বেগম (৩২) ও তার মেয়ে ৭ম শ্রেণির ছাত্রী জান্নাতুল ফেরদৌস (১৩)।
স্থানীয়রা জানান, জমি সংক্রান্ত বিরোধের কারণে একই এলাকার জাফর আলমের পুত্র আবুল কালাম (৩৫) এর সাথে কথাকাটাকাটি হয় আজিজুল হকের। এ সময় প্রতিপক্ষের ছুড়িকাঘাতে আজিজুল হকের স্ত্রী ও মেয়ে গুরুতর আহত হয়। তাদের কক্সবাজার সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আবুল কালামকে ধরতে অভিযান চলছে বলেও জানায় পুলিশ।
©2016 CHANNEL KORNOFULI (PVT) LTD (Reg no : 12384)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে আবেদিত।
Developed by CHOST