বাংলাদেশে আটকা পড়া বাহরাইন প্রবাসীদের ফিরিয়ে নিতে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ
প্রকাশ: ২০২১-০১-২০ ০৫:২৯:২৮ 256 Views

সুকান্ত দেব: বাহরাইন প্রতিনিধি: বাংলাদেশে আটকা পড়া বাহরাইন প্রবাসীদের ফিরিয়ে নেয়ার জন্য বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী কে বিশেষভাবে অনুরোধ করেছেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন।
১৯ জানুয়ারি মঙ্গলবার বাংলাদেশ দূতাবাসের নিউজ ওয়াল পেজ এর তথ্য অনুসারে এ ব্যাপারে নিশ্চিত করা হয়।
( covid 19) করোনা মহামারি সময়ে যেসব প্রবাসী বাহরাইন থেকে এসে আটকা পরে তাদেরকে বাহরাইন পুনরায় ফিরিয়ে নেয়ার জন্য বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল লতিফ বিন রশিদ আল জায়ানীকে বিশেসভাবে অনুরোধ করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন।
বাহরাইন সরকারের সাধারন ক্ষমা ঘোষণার পর প্রায় ৩০ হাজার অবৈধ বাংলাদেশিকে বৈধকরন করায় বাহরাইন সরকারকে ধন্যবাদ জানান বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রি ড. মোমেন।
যে সমস্ত বাংলাদেশি অবৈধ রয়ে গেছেন তাদের জন্য সাধারন ক্ষমা বৃদ্ধি করার জন্য অনুরোধ করেন। বাহরাইন ও বাংলাদেশের সাথে দ্বিতীয় [FOREIGN OFFICE CONSULTATION ]FOC শিঘ্রই বাংলাদেশের রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী সম্মতি প্রকাশ করেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বাহরাইন অবস্থানরত সকল প্রবাসি বাংলাদেশিদের বিনামুল্যে করোনার টিকা বিতরন করার জন্য বাহরাইন সরকারকে বিশেষভাবে ধন্যবাদ জানান।
©2016 CHANNEL KORNOFULI (PVT) LTD (Reg no : 12384)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে আবেদিত।
Developed by CHOST