সাতকানিয়ায় বটতলা কিং ঠাকুর দীঘি একাদশের উদ্যেগে ক্রিকেট খেলার আয়োজন
প্রকাশ: ২০২১-০১-১২ ০৮:১৪:০৪ 128 Views

সাতকানিয়ায় বটতলা কিং ঠাকুর দীঘি একাদশের উদ্যেগে ক্রিকেট খেলার আয়োজন করা হয়েছে। উক্ত ক্রিকেট খেলায় অংশগ্রহণ করেন সাতকানিয়া উপজেলা লোহাগাড়া উপজেলার নামিদামি ব্র্যান্ডের ক্রিকেট দল গুলো,আজ সকালে উক্ত 2021 ক্রিকেট ম্যাচের প্রথমে খেলতে নামেন সাতকানিয়া করইয়া নগর বটতলা একাদশ ও লোহাগাড়া উপজেলার পদুয়া নয়াপাড়া একাদশ।
ক্রিড়াই শক্তি, ক্রিড়াই আনন্দ,ক্রিড়াই আনন্দ ,ক্রিড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল, এই স্লোগান নিয়ে সাতকানিয়ায় বটতলা কিং ঠাকুর দীঘি একাদশের উদ্ধোগে ক্রিকেট 2021খেলার আয়োজন করেন। উক্ত ক্রিকেট খেলায় অংশগ্রহণ করেন সাতকানিয়া উপজেলা লোহাগাড়া উপজেলার নামিদামি ব্র্যান্ডের ক্রিকেট দল গুলো, আজ সকালে উক্ত 2021 ক্রিকেট ম্যাচের প্রথমে খেলতে নামেন সাতকানিয়া করইয়া নগর বটতলা একাদশ ও লোহাগাড়া উপজেলার পদুয়া নয়াপাড়া একাদশ।
মোহাম্মদ নূরুল আজম সিকদার , সাতকানিয়া।
ট্যাগ :
©2016 CHANNEL KORNOFULI (PVT) LTD (Reg no : 12384)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে আবেদিত।
Developed by CHOST