ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে জজকোর্টের দুই কর্মচারী নিহত
প্রকাশ: ২০২১-০১-১১ ১৩:১৬:৩৩ 112 Views

মোঃ জাহিদ হাসান মিলু, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রেনে কাটা পড়ে জজকোর্টের দুই কর্মচারী নিহত হয়েছেন।
সোমবার (১১ জানুয়ারী) সকালে পীরগঞ্জ জগধা এলাকায় অরক্ষিত লেভেল ক্রসিং পারাপারের সময় দুর্ঘটনায় এ প্রাণহানি ঘটে।
নিহতরা হলেন: ঠাকুরগাঁও জেলা জর্জশীপের কর্মচারী আব্দুস সোবহান (৬৫) ও রুহুল আমিন।
পীরগঞ্জ রেলওয়ে সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেসটি পীরগঞ্জে প্রবেশকালে লেভেল ক্রসিং পার হওয়ার সময় দুই মোটরসাইকেল আরোহী সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নিহত হন তারা।
পরে ফায়ার সার্ভিসের কর্মী ও প্রশাসনের কর্মকর্মতারা তাদের লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে বলে জানায় পুলিশ।
এ ব্যাপারে পীরগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার মোক্তারুল ইসলাম বলেন, পীরগঞ্জ রেলস্টেশনের কিছু দূর আগে ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেসে ট্রেনের নিচে কাটা পড়ে দুইজন নিহত হয়েছে। দিনাজপুর রেলওয়ে পুলিশকে এ বিষয়ে জানানো হয়েছে। এই দূর্ঘটনার কয়েকটি ট্রেন আটকা পড়েছে বলে তিনি জানান।
ট্যাগ :
©2016 CHANNEL KORNOFULI (PVT) LTD (Reg no : 12384)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে আবেদিত।
Developed by CHOST