ভারত সরকারের দেওয়া ত্রাণের কম্বল প্রবেশ করেছে বেনাপোল
প্রকাশ: ২০১৮-১২-১৯ ১০:০২:২৪ 753 Views

বেনাপোল প্রতিনিধি :
মঙ্গলবার (১৮ ডিসেম্বর) ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে চারটি ট্রাকে ২৫ হাজার ৮শ’ পিস কম্বল বেনাপোল বন্দরে প্রবেশ করে। কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) যমুনা ট্রেডিং করপোরেশনের সত্ত্বাধিকারী আমিনুল হক জানান, ভারত সরকার রোহিঙ্গাদের জন্য ২ লাখ ২৫ হাজার পিস কম্বল ও ২ লাখ পিস সুয়েটার ত্রাণ দিচ্ছে। এর মধ্যে ১৮ ডিসেম্বর একটি চালানে ২৫ হাজার ৮শ’ পিস ও গত ১৪ ডিসেম্বর আরেকটি চালানে ৫ হাজার ৮২০ পিস কম্বল এসেছে।
মাল ভারতীয় ট্রাক থেকে আনলোড করে বন্দরের ৩০ নম্বর পণ্যাগারে রাখা হয়েছে। আগামী দু’একদিনের মধ্যে এসব কম্বল বন্দর থেকে ছাড় করানো হবে। চট্টগ্রামের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে যাবে এসব কম্বল। সেখানে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এসব কম্বল বিতরণ করা হবে। কাস্টমস থেকে কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দ্রুত যাতে বন্দর থেকে এসব কম্বল ছাড় করানো যায় সেজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ট্যাগ :
©2016 CHANNEL KORNOFULI (PVT) LTD (Reg no : 12384)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে আবেদিত।
Developed by CHOST