শফিকীয়া শরীফে বারীয় শফিকুল মুনীর যুব কমিটির ৩ দিন ব্যাপী ঈদে মিলাদুন্নবী (সা:) সম্পন্ন
প্রকাশ: ২০১৮-১২-১৭ ০৬:২১:২৮ 772 Views

মোঃ সেলিম, ফটিকছড়ি প্রতিনিধি :
ফটিকছড়ি পৌর সদর বারীয়া শফিকুল মুনীর যুব কমিটি বাংলাদেশের উদ্যোগে পৌর সভার রাঙ্গামাটিয়া শফিকীয়া দরবার শরীফে ৩ দিন ব্যাপী গত ১৩,১৪ ও ১৫ ডিসেম্বর পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী (স:) ও মুনিরুল উলুম বারীয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসার ১৮ তম বার্ষিক সভা পীর ছাহেব হযরতুলহাজ্ব শাহছুফি মাওলানা চৌধুরী মুহাম্মদ শফিকুল ইসলাম মুনিরী (ম:জি:আ:) সভাপতিত্বে অনুষ্টিত হয়েছে। প্রথম দিবসে ১৩ ডিসেম্বর খতমে কোরান,খতমে গাউছিয়া ও খাজেগান শরীফ মাহফিল,খতমে বোখারী, বাদে মাগরিব মিলাদ ক্বিয়াম শেষে মোনাজাত পরিচালনা করেন,হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শাখাওয়াত হোসেন।
২য় দিবসে ১৪ ডিসেম্বর বাদে জুমা ওয়াজ মাহফিলে প্রধান বক্তা ছিলেন, হযরতুলহাজ্ব মাওলানা বোরহান উদ্দিন ছালেহী। তকরীর পেশ করেন, অধ্যক্ষ মাওলানা হারুন অর রশিদ, হযরতুলহাজ্ব মাওলানা শফিউল আলম নেজামী,মাওলানা জুলফিকার আলী। এছাড়া মাহফিলে অংশ গ্রহন করেন, বিটিএফ’র চেয়ারম্যান সংসদ সদস্য পদ প্রার্থী আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান এম.তৌহিদুল আলম বাবু, সংসদ সদস্য পদ প্রার্থী এটিএম পেয়ারুল ইসলাম, আওয়ামীলীগ নেতা এইচ এম আবু তৈয়ব।
৩য় দিবসে ১৫ ডিসেম্বর প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর একেএম সাইফুল্লাহ। প্রধান বক্তা ছিলেন,হযরতুলহাজ্ব মাওলানা ওসমান গনি ছালেহী। বিশেষ বক্তা ছিলেন, হযরতুলহাজ্ব মাওলানা ইদ্রিস আনছারী, মাওলানা ইউনুছ মুনিরী, বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র আলহ্জ্ব মুহাম্মদ ইসমাইল হোসেন।
এতে মাহফিলে আরো উপস্থিত ছিলেন, সংসদ সদস্য পদ প্রার্থী সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাছানী মাইজভান্ডারী, সংসদ সদস্য পদ প্রার্থী আজিম উল্লাহ বাহার,সাবেক বিচারপতি ফয়সল মাহমুদ ফয়েজী,সংসদ সদস্য পদ প্রার্থী মাওলানা আতিক উল্লাহ বাবুনগরী, সংসদ সদস্য পদ প্রার্থী এড. ফেরদৌস আলম সেলিম,সাবেক চেয়ারম্যান কুতুব উদ্দিন মুহুরী, সাবেক চেয়ারম্যান শফিউল আলম,চেয়ারম্যান শোয়েব আল ছালেহী,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী, উপজেলা জাপা’র সভাপতি আবছার উদ্দিন, আঞ্জুমানের মহা সচিব মাওলানা হাবীব আহমদ মুনিরী,শাহাজাদা হাফেজ ফখরুদ্দীন চৌধুরী, যুব কমিটির চেয়ারম্যান শাহাজাদা সালাহ উদ্দিন কাদের চৌধুরী, যুব কমিটির সহ সভাপতি হামিদ উল্লাহ চৌধুরী, মহাসচিব আলহাজ্ব নজরুল ইসলাম, ওলামা পরিষদের মহা সচিব মাওলানা নাসির উদ্দিন ও মাওলানা রিয়াজ মাহমুদসহ যুব কমিটি,ওলামা পরিষদ,ছাত্র পরিষদ,দেশ ও বিদেশের বিভিন্ন শাখার নেতৃবন্দরা উপস্থিত ছিলেন।
৩ দিন ব্যাপী এ মাহফিলে দেশের ও বিদেশের নবী প্রেমী বিভিন্ন পেশার প্রায় অর্ধ লক্ষ মানুষ অংশ গ্রহন করেন। মাহফিল শেষে রাতে দেশের ও সকল উম্মাহর সুখ-শান্তি কামনা করে আখেরী মোনাজাত পরিচালনা করেন, হযরতুলহাজ্ব শাহছুফি মাওলানা চৌধুরী মুহাম্মদ শফিকুল ইসলাম মুনিরী (ম:জি:আ:) ।
ট্যাগ :
©2016 CHANNEL KORNOFULI (PVT) LTD (Reg no : 12384)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে আবেদিত।
Developed by CHOST