পাপুলের স্ত্রী ও মেয়েকে আত্মসমর্পণের নির্দেশ
প্রকাশ: ২০২০-১২-২২ ০৬:৩৫:৩৪ 131 Views

অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের মামলায় লক্ষীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের স্ত্রী সংরক্ষিত নারী আসনের এমপি সেলিনা ইসলাম ও মেয়ে ওয়াফা ইসলামকে ২৮ ডিসেম্বরের মধ্যে আত্মসমর্পনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
পাপুলের স্ত্রী ও তার মেয়ের বিচারিক আদালতে আত্মসমর্পণ করার সময় চেয়ে হাইকোর্টে আবেদনের প্রেক্ষিতে আজ মঙ্গলবার (২২ ডিসেম্বর) এই আদেশ দেয়া হয়।
বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ২৮ ডিসেম্বর সময় নির্ধারণ করে এই আদেশ দেন।
এর আগে, গত ১০ই ডিসেম্বর তাদের ১০ দিনের মধ্যে আত্মসমর্পণের করার নির্দেশ দিয়েছিলো আদালত। গত ১১ই নভেম্বর দুদকের উপ-পরিচালক মোহাম্মদ সালাহউদ্দিন দুই কোটি ৩১ লাখ টাকার অবৈধ সম্পদ ও ১৪৮ কোটি টাকার অর্থ পাচারের অভিযোগে শহিদ ইসলাম পাপুল ও তার স্ত্রী সেলিনাসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
©2016 CHANNEL KORNOFULI (PVT) LTD (Reg no : 12384)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে আবেদিত।
Developed by CHOST