আবরার হত্যা: আদালত পরিবর্তনের আবেদনের রায় আজ
প্রকাশ: ২০২০-১২-২১ ০৬:৩৫:০২ 107 Views

কর্ণফুলী ডেস্ক: বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় বিচারিক আদালত পরিবর্তন চেয়ে উচ্চ আদালতে ২২ আসামির করা আবেদনের রায় দেয়া হতে পারে আজ।
বিচারপতি এফ আরএম নাজমুল আহাসান ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচার কার্যক্রম পরিচালনার জন্য আদালত নির্ধারণ করে দেয়া হবে।
গত ৩ ডিসেম্বর নিরপেক্ষ বিচার নিয়ে আশঙ্কা থাকায় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামানের প্রতি অনাস্থা জানান আসামিপক্ষের আইনজীবীরা। পরে উচ্চ আদালতে আবেদন করেন তারা। ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়।
©2016 CHANNEL KORNOFULI (PVT) LTD (Reg no : 12384)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে আবেদিত।
Developed by CHOST