চট্টগ্রামে সহকর্মীর ছুরিকাঘাতে যুবক খুন
প্রকাশ: ২০২০-১২-২০ ০৫:৪৫:০৩ 50 Views

চট্টগ্রামে ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (২০) নামে এক যুবক খুন হয়েছেন।
শনিবার রাতে পাহাড়তলী থানার সাগরিকা রোডে এ ঘটনা ঘটে।
নিহত আনোয়ার একটি সিগারেট কোম্পানির ভ্যানচালক। তার বাড়ি ফেনীতে। থাকেন নগরীর সরাইপাড়া এলাকায়। তাকে ছুরিকাঘাতকারী যুবকও একই প্রতিষ্ঠানের ভ্যানচালক বলে অভিযোগ উঠেছে।
পাহাড়তলী থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হক জানান, আনোয়ারসহ ওই প্রতিষ্ঠানের ভ্যানচালকরা সবাই কাজ শেষে সাগরিকা রোডে এসে গল্প করেন। তাদেরই একজন তাকে ছুরিকাঘাত করেছে বলে অভিযোগ করেছেন আনোয়ারের অপর এক সহকর্মী।
তিনি জানান, আনোয়ারকে টেলিফোন করে রাতে সাগরিকা রোডে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে যাবার পর রনি আনোয়ারকে ছুরিকাঘাত করেন। তবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে জানা যায়নি।
আহতাবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ট্যাগ :
©2016 CHANNEL KORNOFULI (PVT) LTD (Reg no : 12384)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে আবেদিত।
Developed by CHOST