কিশোররা গোলবন্যায় ভাসালেন মালদ্বীপকে
প্রকাশ: ২০১৮-১২-১৫ ০৭:৫৩:৪৯ 344 Views

আশিকুর রহমান ও হেলাল আহমেদের হ্যাটট্রিকে মালদ্বীপকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল। থাইল্যান্ডের প্রীতি ফুটবল টুর্নামেন্টে প্রথম জয়ও পেয়েছে কিশোররা। থাইল্যান্ডের বুরিরামে শুক্রবার নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে মালদ্বীপকে ১০-০ গোলে হারায় বাংলাদেশ। দলের জয়ে দুটি করে গোল করেন রাসেল আহমেদ ও নিহাদ জামান উচ্ছ্বাস। প্রথম ম্যাচে সাইপ্রাসের কাছে ৪-০ গোলে হেরে যাওয়া কিশোররা দ্বিতীয় ম্যাচে স্বাগতিক থাইল্যান্ডের সঙ্গে ১-১ ড্র করেছিল। ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন্সের (উয়েফা) এই প্রীতি ফুটবল টুর্নামেন্টে শুক্রবার ম্যাচের দুই অর্ধে পাঁচটি করে গোল করে বাংলাদেশ। দ্বাদশ মিনিটে দলকে এগিয়ে নেওয়ার পর পঞ্চদশ ও ৩৩তম মিনিটের গোলে হ্যাটট্রিক পূরণ করেন হেলাল।প্রথমার্ধে দুই গোল করা আশিকুর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে হ্যাটট্রিক পূরণের সঙ্গে মালদ্বীপের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন।
ট্যাগ :
©2016 CHANNEL KORNOFULI (PVT) LTD (Reg no : 12384)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে আবেদিত।
Developed by CHOST