ফটিকছড়িতে আওয়ামীলীগের ২ গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৬, উত্তপ্ত এলাকা
প্রকাশ: ২০১৮-১২-১১ ০৫:৩৯:১৫ 129 Views

মোঃ সেলিম,ফটিকছড়ি প্রতিনিধি :
ফটিকছড়িতে আ’লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৬ নেতা-কর্মী গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। গত রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার নানুপুর বাজারে মহজোট মনোনীত নৌকার প্রার্থী সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী ও বিদ্রোহী প্রার্থী এটিএম পেয়ারুল ইসলামের সমর্থকদের মাঝে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮ টার দিকে উভয় পক্ষ পাল্টা-পাল্টি মিছিল দেওয়ার সময় দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এক পর্যায়ে এক পক্ষের গুলিতে আহত হয় ৬ নেতা-কর্মী। গুলিবিদ্ধরা হলেন, ১. সাবেক ছাত্রনেতা আব্দুল কুদ্দুস (৫০) পিতা: মৃত কবির আহমদ, ধর্মপুর, ২. কাকন(২৭), পিতা: নুরুজ্জামান, মাইজভান্ডার, পাঠান পাড়া, নানুপুর, ৩.ছাত্রলীগ নেতা সৈয়দ সৌরভ হোসেন (২৫), পিতা: সৈয়দ শওকত হোসেন, নানুপুর সৈয়দ পাড়া, ৪. আ’লীগ নেতা সৈয়দ এমদাদ হোসেন (৫৬), পিতা: সৈয়দ ওসমান জামান, সৈয়দ পাড়া, নানুপুর, ৫. ছাত্রলীগ নেতা রাসেদ আলম (২৫), পিতা: খুরশেদুল আলম, ঢালকাটা, নানুপুর, ৬. যুবলীগ নেতা আজম (২৬), পিতা: নুরুল ইসলাম, দৌলতপুর, নাজিরহাট পৌরসভা।
গুলিবিদ্ধরা সবাই নৌকার সমর্থক বলে জানা গেছে। তাদেরকে দ্রুত ঘটনাস্থল থেকে উদ্ধার করে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এসময় গুলিবিদ্ধ যুবলীগ নেতা আাব্দুল কুদ্দুস এ প্রতিবেদককে অভিযোগ করে বলেন, ‘আমরা নাজিরহাটে নৌকার সমর্থনে সংবাদ সম্মেলন শেষে নানুপুর বাজারে এসে মিছিল করছিলাম। আমাদের মিছিলে বাঁধা দিয়ে হঠাৎ অতর্কিতভাবে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন মুহুরী আমাদের উদ্দেশ্য করে গুলি করে। এতে আমি সহ ৬ নেতা-কর্মী গুলিবিদ্ধ হয়।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন মুহুরী অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমরা কারো উপর আক্রমন করিনি। গুলি করার প্রশ্নই আসেনা। আমাদের প্রার্থী এটিএম পেয়ারুল ইসলামসহ আমরা আমাদের উপজেলা আ’লীগের সহ-সভাপতি কাজী মাহমুদুল হকের বাড়ী থেকে ফেরার পথে নানুপুর বাজারে আসলে তারা আমাদের উপর আক্রমন করে,এবং আমাদের হত্যার উদ্দেশ্যে আমার গাড়ীতে গুলি বর্ষন করে। এতে আমার গাড়ীর কাঁচ ভেঙ্গে যায়।
ট্যাগ :
©2016 CHANNEL KORNOFULI (PVT) LTD (Reg no : 12384)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে আবেদিত।
Developed by CHOST