কলাউজান ইউনিয়ন আওয়ামীলগের কর্মী ও নির্বাচনী প্রস্তুতি সভা সম্পন্ন
প্রকাশ: ২০১৮-১২-০৯ ০৭:১৯:৫৮ 296 Views

লোহাগাড়া, প্রতিনিধি :
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রস্তুতি ও কর্মী সভা সম্পন্ন করেছেন কলাউজান ইউনিয়ন আওয়ামীলীগ। কলাউজান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজী ইসহাকের সভাপতিত্বে ও লোহাগাড়া থানা আওয়ামীলীগ নেতা এম, এম আব্দুল জব্বারের সঞ্চালনায় গত ৮ই ডিসেম্বর বিকাল ৩টায় কলাউজান ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে কলাউজান ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ কর্মীসভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, লোহাগাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি, বাবু শ্রী নিবাস দাশ সাগর, বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, কলাউজান ইউনিয়ন পরিষদের বর্তমান সফল চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহেদ, লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগ নেতা এস,এম, আব্দুল জব্বার, বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামীলীগের দপ্তর উপ কমিটির সদস্য মুহাম্মদ আবু বকর, লোহাগাড়া থানা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মিয়া কাশেম, কলাউজান ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারী সামসুল ইসলাম সওদাগর,কলাউজান ইইউনিয়নআওয়ামীলীগ নেতা জাহাংগীর আমিন,লোহাগাড়া থানা শ্রমিক লীগের অর্থ সম্পাদক মোহাম্মদ নবী হোসাইন, সমাজ আব্দুস সবুর,লোহাগাড়া উপজেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী মিসেস জেসমিন আক্তার, কলাউজান প্রবীণ আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম, খোরশেদ আলম ভুট্টো, শেখ রাসেল স্মৃতি সংসদ নেতা মোহাম্মদ নাজিম উদ্দিন, মোহাম্মদ রফিকুল ইসলাম, আইয়ুব সিকদার, আব্দুস সবুর, ডা. আশুতোষ নাথ, কলাউজান ইউনিয়ন আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ নেতৃবৃন্দ ও প্রফেসর ড.আবু রেজা নদভী র সমর্থকবৃন্দ সহ উৎসুক জনতা উপস্থিত ছিলেন।
এসময় লোহাগাড়া উপজেলার আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ,সেচ্ছা-সেবকলীগ,শ্রমীকলীক সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বিশাল মিছিল সহকারে অনুষ্ঠানে সমাবেত হয়।
বক্তারা বাংলাদেশ আওয়ামীলীগের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন এবং বাংলাদেশ আওয়ামীলীগকে নৌকা মার্কায় পূনরায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্যে অনুরোধ জানান। পরে বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীদের নিয়ে পৃথক পৃথক ভাবে বৈঠক করেন এবং তাদের মাঝে নির্বাচনী দায়িত্ব বন্টন করেন।।।
ট্যাগ :
©2016 CHANNEL KORNOFULI (PVT) LTD (Reg no : 12384)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে আবেদিত।
Developed by CHOST