গাজীপুরের শ্রীপুরে আবহমান গ্রামবাংলার বিভিন্ন ঐতিহ্য তুলে ধরার মধ্য দিয়ে নবান্ন উৎসব করল উপজেলা প্রশাসন।
প্রকাশ: ২০১৮-১২-০৬ ০৫:১৯:৪১ 352 Views

গাজীপুর েপ্রতিনিধি :
বুধবার (৫ডিসেম্বর) সকালে উপজেলার পৌর এলাকার ১ নং ওয়ার্ডের শ্রীপুর গ্রামে কৃষক নুরুল হকের পাকা ধানের মাঠে উপ জেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে এ উৎসব উদযাপন করা হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুইদ উল হাসান জানান, চলতি আমনের মৌসুমের পাকা ধানে এখন কৃষকের ধান ক্ষেত ভরপুর। কৃষকের ঘরে ঘরে এখন নবান্ন উৎসবের আনন্দ বিরাজমান। ধান চাষে কৃষকদের সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে এ ধরনের নবান্ন উৎসব আয়োজন করা হয়েছে।
নবান্ন উৎসবে কৃষকের মাঠে নানা ধরনের পিঠা ও মিষ্টান্ন তৈরি মাধ্যমে অতিথিদের আপ্যায়ন করেন উপজেলা প্রশাসন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসক দেওয়ান মোহাম্মদ হুমায়ূন কবীর। উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল, শ্রীপুর উপজেলা নির্বাহি কর্মকর্তা রেহেনা আক্তার, শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার ফাতেমা তুজ জোহরা বিতি, উপজেলা নির্বাচন অফিসার সুলতানা এলিন সহ উপজেলা প্রশাসনের সকল বিভাগের কর্মকর্তা কর্মচারী বৃন্দ। মোহাম্মদ আফজাল হোসেন।
ট্যাগ :
©2016 CHANNEL KORNOFULI (PVT) LTD (Reg no : 12384)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে আবেদিত।
Developed by CHOST