কৃষি খামার শ্রমিকদের মানব বন্ধন ১৫ দিনের আলটিমেটাম
প্রকাশ: ২০১৮-১২-০৫ ০৮:৪৮:৫৫ 632 Views

নাটোর প্রতিনিধি :
নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিলের আটটি কৃষি খামারের শ্রমিকদের মুজুরি বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন থেকে চলমান আন্দোলনের ফসল হিসেবে নতুন মুজুরি নির্ধারন করা হলেও আবারও নতুনভাবে তাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
খামার শ্রমিকদের মজুরি দৈনিক ৫০টাকা হারে বৃদ্ধি করা হলেও তা স্থানীয় গ্রাম গঞ্জের সাধারন শ্রমিক ও সরকারী অন্যান্য প্রতিষ্ঠানের শ্রমিকদের মজুরির তুলনায় অনেক কম। ফলে তাদের দৈনিক মুজুরি বৃদ্ধি করে পুনঃ নির্ধারণের দাবিতে আবারও আন্দোলনে নেমেছে শ্রমিকরা। মঙ্গলবার সকালে বাগাতিপাড়া উপজেলার কৃষ্ণা কৃষি খামারে এক মানব বন্ধন কর্মসূচী পালন করেছে শ্রমিকরা।
এর আগে সোমবার আটটি কৃষি খামারের দৈনিক শ্রমিক ঐক্য কমিটির পক্ষ থেকে সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক বরাবর ১৫ দিনের আলটিমেটাম দিয়ে একই দাবি জানিয়ে আবেদন করা হয়।
নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক ঐক্য কমিটির সাধারন সম্পাদক ডবিøউ শামসুল আলম বিপ্লব জানান, বিভিন্ন সময়ের দাবির প্রেক্ষিতে স্থানীয় গ্রাম গঞ্জে ও সরকারী কৃষি খামারের মুজুরির সাথে সামঞ্জস্য রেখে নর্থ বেঙ্গল সুগার মিলের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মিজানুর রহমান মুজুরি বৃদ্ধির একটি সুপারিশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনে পাঠান।
এর পরিপ্রেক্ষিতে এ বছর ২২ নভেম্বর বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের খামার শ্রমিকদের মজুরি পুনঃনির্ধারন সংক্রান্ত বোর্ডের সভায় দৈনিক হাজিরা পুনঃ নির্ধারন করা হয়। এতে হাল্কা কাজের জন্য প্রতিদিন ২০০ টাকার পরিবর্তে ২৫০ টাকা এবং ভারি কাজের জন্য ২১০ টাকার পরিবর্তে ২৬০ টাকা নির্ধারণ করা হয়।
কিন্তু ওই পরিমান মুজুরি বৃদ্ধিতেও শ্রমিক সন্তোষ ফিরেনি। ফলে আবারও এ নিয়ে আন্দোলনে নামেন শ্রমিকরা। এতে বিভিন্ন প্রতিষ্ঠানে কৃষি কাজে কর্মরত শ্রমিকদরে মুজুরির সাথে সামঞ্জস্য রেখে সরকার ঘোষিত সর্বনিন্ম মুজুরি প্রদানের দাবি করা হয়। আন্দোলনকারী আট খামারগুলি হলো লোকমাপুর কৃষ্ণা কৃষি খামার, নন্দা কৃষি খামার, বড়াল কৃষি খামার, ভবানীপুর কৃষি খামার, মুলাডুলি কৃষি খামার, নরেন্দ্রপুর কৃষি খামার, গোবিন্দপুর কৃষি খামার ও বীজ বর্ধণ কৃষি খামার।
এ দাবির স্বপক্ষে রোববার সকালে বাগাতিপাড়ার লোকমানপুর কৃষ্ণা কৃষি খামারে শ্রমিকরা এক মানববন্ধন কর্মসূচী পালন করে। এতে সংক্ষিপ্ত বক্তব্যে শ্রমিকরা ১৫ দিনের মধ্যে দাবি পুরণ না হলে কর্মবিরতিসহ বৃহত্তর আন্দোলনের ঘোষনা করেন। মানববন্ধনে লোকমানপুর কৃষ্ণা কৃষি খামারের শ্রমিক কমিটির সাধারন সম্পাদক সাজাহান আলী, হাবিলদার ছমির উদ্দিনসহ পাঁচ শতাধিক শ্রমিক অংশ নেয়।
এব্যাপারে নর্থ বেঙ্গল সুগার মিলের জিএম (খামার) কৃষিবিদ ইমতিয়াজ হোসেন বলেন, কর্পোরেশন আর্থিক সংকটের মধ্যে রয়েছে। এরই মধ্যে শ্রমিকদের একবার মজুরি বৃদ্ধি করা হয়েছে। আগামী বছরে আবারও মজুরি বৃদ্ধির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
ট্যাগ :
©2016 CHANNEL KORNOFULI (PVT) LTD (Reg no : 12384)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে আবেদিত।
Developed by CHOST