কক্সবাজারে র্যাবের অভিযানে অস্ত্রসহ জলদস্যু গ্রেফতার
প্রকাশ: ২০১৮-১২-০২ ১৬:৫৩:১৫ 136 Views

সেলিম উদ্দীন,কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজারের মহেশখালীতে র্যাব-৭ অভিযান চালিয়ে ১ টি দেশীয় ওয়ানশুটারগান ও ২ রাউন্ড গোলাবারুদসহ কুখ্যাত জলদস্যু জয়নাল আবেদীন (৪০) কে গ্রেফতার করেছে ।
র্যাব-৭, কক্সবাজার ক্যাম্পের কোম্পানী অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মহেশখালী উপজেলার শাপলাপুর ষাটমারা গ্রামের জনৈক নুর কুদ্দুস এর পানের বরজ এর উত্তর পাশে কতিপয় জলদস্যু ডাকাত দল অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে ২ ডিসেম্বর গভীর রাতে অভিযান করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আসামী কুখ্যাত জলদস্যু জয়নাল আবেদীন (৪০) আটক করে। আটক জয়নাল পিতা- সৈয়দ নুর, কালারমারছড়ার আন্ধারঘোনা এলাকার সৈয়দ নুরের পুত্র। গ্রেফতারকৃতর দেহ তল্লাশী করে তার কোমরের সুকৌশলে লুকানো অবস্থায় ১ টি দেশীয় ওয়ানশুটারগান এবং ২ রাউন্ড তাজা গুলি/কার্তুজ উদ্ধার করা হয়। পরবর্তীতে আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে স্বীকার করে সে জলদস্যু দলের সদস্য বলে জানান।
এদিকে জয়নালের পরিবারের দাবী সে জলদস্যু নন। তাকে অস্ত্র দিয়ে প্রতিপক্ষরা র্যাবকে দিয়ে ফাসিয়েছে।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রভাষ কুমার ধর জানান র্যাবের হাতে আটক জয়নালকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।
ট্যাগ :
©2016 CHANNEL KORNOFULI (PVT) LTD (Reg no : 12384)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে আবেদিত।
Developed by CHOST