নারায়ণগঞ্জ-১ বিএনপির মনোনয়ন পেলেন দিপু ভূঁইয়া।
প্রকাশ: ২০১৮-১১-২৮ ০৪:৫৪:৪৩ 213 Views

লিখন রাজ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পত্রের চিঠি পেয়েছেন দলটির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
মঙ্গলবার সকালে রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত মনোনয়নপত্র মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর হাতে তুলে দেয়া হয়।
মনোনয়ন পাওয়ার পর মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, দল আমার সাংগঠনিক কাজের মূল্যায়ন করে মনোয়ন দিয়েছে। আশা করি, নির্বাচনে জয়লাভের মধ্য দিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারব।
মনোনয়ন লাভ করায় তিনি বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সব বিভেদ ভুলে নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করে গণতন্ত্র পুনরুদ্ধার করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।
ট্যাগ :
©2016 CHANNEL KORNOFULI (PVT) LTD (Reg no : 12384)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে আবেদিত।
Developed by CHOST