নারায়ণগঞ্জ-১ আসনে গাজীকে মনোনয়ন দেয়ায় রূপগঞ্জের সর্বত্র নেতাকর্মীদের আনন্দ মিছিল মিষ্টি বিরতণ
প্রকাশ: ২০১৮-১১-২৬ ০৩:৩৬:১৯ 155 Views

রূপগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ-১ আসনে গাজীকে মনোনয়ন দেয়ায়
রূপগঞ্জের সর্বত্র নেতাকর্মীদের সারা দিন ব্যাপী চলে আনন্দ মিছিল মিষ্টি
বিরতণ। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ আসন
থেকে অবশেষে বর্তমান সংসদ সদস্য বীর প্রতীক গোলাম দস্তগীর গাজী
পেলেন মনোনয়ন।
রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে
রোববার (২৫) নভেম্বর) মনোনয়ন নিশ্চিত করে দলীয় প্রধানের স্বাক্ষরিত চিঠি
দেওয়া হয়। গাজী ২০০৮ইং প্রথমবার এবং ২০১৪-তে দ্বিতীয়বার
আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসেবে বাংলাদেশ জাতীয় সংসদের
সদস্য নির্বাচিত হন। তিনি একজন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা।
মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতার্পূণ অবদান রাখায় বাংলাদেশ সরকার গোলাম
দস্তগীর গাজীকে বীর প্রতীক খেতাবে ভূষিত করে। নারায়ণগঞ্জ-১ আসনের
সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী তার এলাকায় গত দশ বছর যাবত বিভিন্ন
উন্নয়নমুলক কর্মকান্ডের নেতৃত্ব দিয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন
করেছেন।
ট্যাগ :
©2016 CHANNEL KORNOFULI (PVT) LTD (Reg no : 12384)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে আবেদিত।
Developed by CHOST