প্রফেসর ড অাবু রেজা নদভী কে পূণরায় দলীয় ভাবে মনোনয়ন দেওয়ায় মিষ্টি বিতরণ
প্রকাশ: ২০১৮-১১-২৫ ১৭:৫২:২৮ 701 Views

শিহাব উদ্দীন লোহাগাড়া থানা প্রতিনিধি:-
চট্টগ্রাম-১৫ অাসনে সাবেক এমপি প্রফেসর ড অাবু রেজা নদভী কে পূণরায় দলীয় ভাবে মনোনয়ন দেওয়ায় মিষ্টি বিতরণ করেছেন লোহাগাড়া উপজেলার কলাউজান বাংলাবাজারের শেখ রাসেল স্মৃতি সংসদ,
নদভী সমর্থক গোষ্ঠী. আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগ পরিবার। শিহাব,লোহাগাড়া,চট্টগ্রাম। একাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামীলীগ কর্তৃক পূর্ণ সমর্থন ও মনোনয়ন
নিশ্চিত করেছেন, সাতকানিয়া-লোহাগাড়ার সাবেক সাংসদ ও বর্তমান নৌকার প্রার্থী প্রফেসর ড.অাবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। আজ বিকালে এ সমর্থন ও মনোনয়ন নিশ্চিত হবার খবর সবখানে ছড়িয়ে
পড়লে তাৎক্ষণিক মিষ্টি মুখ, আলোচনা সভা ও আনন্দ মিছিলের আয়োজন করেন লোহাগাড়ার কলাউজান বাংলাবাজারের শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি মুহাম্মদ নাজিম উদ্দিন। শেখ রাসেল স্মৃতি সংসদ
বাংলাবাজার শাখার সাধারণ সম্পাদক জমির উদ্দিন মিঠুর পরিচালনায় বিশিষ্ট সমাজ সেবক পরিচ্ছন্ন রাজনীতিবিদ সাবেক ছাত্রনেতা মৌলানা আব্দুস সবুর,শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি মুহাম্মদ নাজিম
উদ্দিন,প্রবীণ আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম, প্রবাসী আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলামের নেতৃত্বে প্রোগ্রামে শেখ রাসেল স্মৃতি সংসদ,যুবলীগ আওয়ামীলীগের প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভা,মিষ্টি বিতরণের পর আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি বাংলাবাজারের উত্তর প্রান্ত হতে দক্ষিণ প্রান্ত প্রদক্ষিণ করে পূনরায় উত্তর প্রান্তে এসে শেষ হয়। প্রোগ্রামে বক্তারা দলমত নির্বিশেষে
সকলের কাছে নৌকা মার্কায় ভোট দেবার আহবান জানিয়েছেন।
ট্যাগ :
©2016 CHANNEL KORNOFULI (PVT) LTD (Reg no : 12384)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে আবেদিত।
Developed by CHOST